About


HEALTH CONTROL IT

We pray for your wellness
Let us take care of your health.
Your health is our responsibility.


  • স্বাস্থ্য হলো শরীরিক ও মানসিক সুস্থতা। স্বাস্থ্যই সম্পদ । স্বাস্থ্য ভালো রাখার মাধ্যমেই আমরা সুখ শান্তিতে বসবাস করতে পারব । তাই স্বাস্থ্যকে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে । জন্ম ও মৃত্যুর মাঝে মানুষকে তার চারপাশের সামাজিক ও প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভশীল হয়ে থাকতে হয়। মানবজীবন কর্মময়। কর্মের মধ্যে মানব জীবনে সার্থকতা নিহিত। স্বাস্থ্য ভালো না থাকলে কোনো কাজেই মন বসে না। রবীন্দ্রনাথ বলেছেন , "চাই বল , চাই স্বাস্থ্য , আনন্দ উচ্ছল পরমায়ু।" শরীর ও মনের সুস্থতার ওপর নির্ভর করে আগামী দিনের সুখ-সমৃদ্ধি ও সফলতা।
  • তাই আমাদের স্বাস্থ্যের প্রতি কঠোর নজর রাখতে হবে।
আমাদের এ ওয়েবসাইটের মাধ্যমে সকল রোগ ও স্বাস্থ্য টিপস আপনাদের দিতে অপ্রাণ চেষ্টা করছি।
তাই আমাদের সাথে জড়িত থাকুন।

No comments:

নিউমোনিয়া রোগের লক্ষণ ও প্রতিকার

নিউমোনিয়া রোগের কারণ : নিউমোক্কাস (Penumoccus) ব্যাকটেরিয়া।